পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চাহিদা মিটিয়ে রান তুলতে পারছিলেন না রোস্টন চেজ। তাই রিটায়ার্ড আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তাতেই আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউটের রেকর্ডবুকে নাম লেখালেন চেজ।